কোমলমতি শিশুদের স্বাধীনতার সঠিক ইতিহাস ও জাতির জনক বঙ্গবন্ধুর দেশপ্রেম ও জীবনী সম্পর্কে জানাতে হবে-এমপি রবি
সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভূক্ত ‘সহকারি শিক্ষক নিয়োগ ২০১৮’ এর যোগদানকৃত শিক্ষকগণের ০২দিন ব্যাপি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টের যমুনা হলে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কোমলমতি শিশুদের শিক্ষা দিয়ে থাকে। ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘কোমলমতি শিশুদের স্বাধীনতার সঠিক ইতিহাস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ও জীবনী সম্পর্কে জানাতে হবে। মিথ্যা শিক্ষা নয়। কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে অগ্রণী ভূমিকা রাখতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব আক্তারুন্নাহার, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইবা বোর্ডের সদস্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাসুদেব কুমার সানা প্রমুখ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভূক্ত ‘সহকারি শিক্ষক নিয়োগ ২০১৮’ এর যোগদানকৃত শিক্ষকগণের ০২দিন ব্যাপি ওরিয়েন্টেশনে ৭২জন শিক্ষক অংশ নেয়। এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা ও ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন।