করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৬৬৫; আক্রান্ত ৬৮ হাজার
করোনাভাইরাস এখন শুধু চীনেই নয়; বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়েছে। রোগটি মহামারীতে রূপ নিচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা। চীনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৬শ’ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৬৮ হাজারেরও বেশি। আজ রবিবার সকালে আল-জাজিরার এ খবর প্রকাশ করেছে।
জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, শনিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৬৬৫ জনে দাঁড়িয়েছে, যা আগের দিনের চেয়ে ১৪২ জন বেশি। আর এতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫০০ জনে।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত কাউকে আক্রান্ত হিসেবে পাওয়া যায়নি। তবে গত ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সিঙ্গাপুরে মোট পাঁচ বাংলাদেশি প্রবাসী করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
গত ডিসেম্বরের শেষে চীনে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর থেকে দেশটিতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। চীনের মূল ভূখণ্ডের বাইরে হংকং, ফিলিপাইন ও জাপানে একজন করে মোট তিনজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া শনিবার ফ্রান্সে এক চীনা পর্যটকের মৃত্যু হয়েছে। যা এশিয়ার বাইরে ইউরোপে প্রথম কোনো করোনাভাইরাসের মৃত্যুর ঘটনা।