শ্যামনগর আটুলিয়ায় ডাবল ইটসোলিং নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
দেখার যেন কেউ নেই দায় এড়ানো বক্তব্য জনপ্রতিনিধিদের। সরকারি মাল দরিয়ামে ঢাল এ রকমই মনে করেছেন স্থানীয়রা। সঠিক তদারকির অভাবে অনিয়ম ভাবে রাস্তা নির্মাণের কাজ চলছে। অবৈধ বালি উত্তোলন বন্ধ করা হলেও নিয়ম অমান্য করে সংশ্লিষ্ট ঠিকাদাররা প্রভাব খাটিয়ে নদী থেকে অবৈধ বালি উত্তোলন করে নির্মাণ করছে রাস্তা। ঝুঁকিতে পড়ছে পরিবেশ ও সুন্দরবনসহ সাধারণ মানুষ। শ্যামনগর উপজেলার আটলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এক কিলোমিটার হেরিং বন্ড রাস্তার নির্মাণের এ ধরনের অনিয়মের অভিযোগ করেছে স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগে জানা যায় দীর্ঘ প্রত্যাশার পরে রাস্তাটি পাকা করা হচ্ছে। যেভাবে পাকা করছে সর্বোচ্চ এক মাসের বেশি টিকবে না এছাড়াও সর্বনিম্ন মানের ইট দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে । যে পরিমাণে বালি দেয়ার কথা সে পরিমাণের বালিও দেয়া হচ্ছে না। রাস্তার পাশ দিয়ে নদী থাকায় সঠিক পরিকল্পনা না নিয়ে রাস্তা নির্মাণের কারণে নদীতে বিলীন হয়ে যাবে ১ থেকে ২ মাসের মধ্যে রাস্তাটি।
সরোজমিনে যে দেখা যায়, নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, আমাদের রাস্তাটি যেভাবে ছিল ওইভাবে ভালো ছিল এখন যেভাবে রাস্তাটি নির্মাণ করছে কয়েকদিন যেতে না যেতেই আবার আমাদেরকে সমস্যায় ভুগতে হবে।
মৃত্যুঞ্জয় মন্ডল, মনন জয় কুমার মন্ডল বলেন, এক নম্বর ইট দিয়ে রাস্তা না করুক দুই নম্বরি দিয়ে করুক তাও না চার নম্বর ইট ও তিন ইঞ্চির বেশি বালি দিচ্ছে না রাস্তার দুই পাশে না বেঁধে রাস্তা করলে কয়েকদিন পর নদীতে বিলীন হয়ে যাবে রাস্তার ইট গুলো ভেসে যাবে পানিতে ক্ষতি হবে সরকারের। অনেক মানুষের এসে দেখে যাচ্ছে কিন্তু কোন কাজ হচ্ছে না এভাবেই নির্মাণকাজ চলছে।
অভিযোগের বিষয়ে ঠিকাদার মুকুল হোসেনের সাথে কথা হলে বলেন, এখনো রাস্তার কাজ পরিপূর্ণভাবে শেষ হয়নি। যদি কোন ধরনের সমস্যা হয় তাহলে আমরা সাথে সাথে সেটি পরিবর্তন করে দিচ্ছি। রাস্তার দুই ধারে পাইলিং করা হবে। ভালোই তো সঠিক পরিমাণে বালি দিয়ে কাজ করা হচ্ছে। কাজটি পিআইও অফিস সার্বক্ষণিক তদারকি রাখছে।
এ বিষয়ে আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুছালেহ বাবু বলেন, ওটা উপজেলার কাজ আমরা জানি না তবে এলাকার লোকজন অভিযোগ করলে বিষয়টি দেখা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম আবুজর গিফারী বলেন এ ধরনের অনিয়ম ভাবে কাজ করলে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। আমি জরুরি কাজে বাইরে আছি কাজ বন্ধ করে দেয়ার নির্দেশ দিচ্ছে এবং আমি যেয়ে দেখবো তারপর কাজ হবে।
Please follow and like us: