যশোর-৬ আসনের উপ-নির্বাচন শাহীন চাকলাদারকে নৌকার মনোনয়নের দাবীতে কেশবপুর উপজেলা যুবলীগের বিশাল মিছিল
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার-এর পক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের দাবীতে কেশবপুর উপজেলা যুবলীগের আয়োজনে এক বিশাল প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কেশবপুর আলিয়া মাদ্রাসা ময়দান থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে পাবলিক ময়দানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম পান্নার নেতৃত্বে অনুষ্ঠিত বিশাল প্রচার মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা মাসুদুর রহমান, মহব্বত হোসেন, তুহিন পাড়, আব্দুল মতিন, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন, আব্দুল হাদী, সাজ্জাত হোসেন, আব্দুল্লাহ আল মামুন, ফারুক হোসেন, সাইদুল ইসলাম, মিলন, শাহাজাহান, বাবু, বাবলু, ইবাদুল হোসেন প্রমুখ।
উল্লেখ্য যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার-এর পক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের দাবীতে কেশবপুর উপজেলা ছাত্রলীগ, উপজেলা মহিলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ-সহ বিভিন্ন সংগঠন ইতিপূর্বে শহরে বিশাল বিশাল প্রচার মিছিল করেছে।
কেশবপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে সমর্থন প্রদান করার পর থেকে প্রতিদিন উপজেলা শহর-সহ বিভিন্ন ইউনিয়নে প্রচার মিছিল অব্যাহত রয়েছে।
অপরদিকে ঢাকার ধানমন্ডী আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বুধবার দুপুরে শাহীন চাকলাদারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র রফিকুল ইসলাম-সহ নেতৃবৃন্দ।
তাছাড়া যশোর ৬ কেশবপুর সংসদীয় আসনের উপ-নির্বাচনে যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন চাকলাদের পক্ষে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ঢাকা ধানমন্ডি আওয়ামীলীগ দলীয় অফিসে শুত্ক্রবার সকালে মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহল আমীন, সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়. উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, কার্যানির্বাহী কমিটির সদস্য শেখ মনি, জাহাঙ্গীর আলম, মজিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য ও পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক সেলিম খান, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন-আহবায়ক আবু হাসান প্রমুখ। এ সময় আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীরা সাথে ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত বুধবার সকালে ঢাকা ধানমন্ডি আওয়ামীলীগ দলীয় অফিস থেকে শাহিন চাকলাদের পক্ষে মনোনয়ন ক্রয় করা হয়েছিলো।