নওরীন সাদেকের নৌকার মনোনয়নের দাবীতে কেশবপুর উপজেলা আওয়ামীলীগের বিশাল মিছিল
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে প্রায়ত শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেক ও প্রায়ত জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইাসমাত আরা সাদেক-এর কন্যা নওরীন সাদেক-এর পক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের দাবীতে শনিবার বিকালে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে প্রচার মিছিল করে।
মিছিলটি উপজেলা আওয়ামীলগি কার্যালযের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, যুগ্ম সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, জেলা পরিষদ সদস্য হাসান সাদেক,
মঙ্গলকোট ইউপি চেয়ারম্যন মনোয়ার হোসেন, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যন আমজাদ হোসেন, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যন আনিসুর রহমান আনিস, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মিলন মিত্র, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, আওয়ামীলীগ নেতা কবীর হোসেন, গোলাম কিবরিয়া মনি, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বি.এম. শহীদুজ্জামান শহীদ, যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক খন্দকার আব্দুল আজিজ প্রমুখ।