কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কলারোয়া শিশু ল্যাবরেটরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্কুল চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মশিয়ার রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুর রশিদ। পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন প্রধান শিক্ষক ইমদাদুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, স্বপন কুমার দে, আমজাদ হোসেন, মাওলানা নুরুল হক, শাহ আলম, নার্গিস খানম, রুনা লায়লা, নাছরিন আক্তার, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকগণ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
Please follow and like us: