অচিরেই কালিগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে ……..উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী
দীর্ঘদিন বিদ্যুতায়নের আওতায় এসেছে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্তরশ্রীপুর ও দক্ষিনশ্রীপুর গ্রাম। (১৫ ফেব্রুয়ারী) শনিবার বিকাল ৪টায় উত্তর শ্রীপুর ফুটবল মাঠে বিদ্যুতের সুইচ টিপে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী এই বিদ্যুতায়ন কর্মসূচি উদ্বোধন করেন। উদ্বোধন শেষে এক আলোচনা সভায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, স্বাধীনতার পরে জননেত্রী শেখ হাসিনার আপ্রাণ প্রচেষ্টায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়নবাসী বিদ্যুতায়নের আওতায় এলো। এই উপহার ব্যবহারে সকলকে সাশ্রয়ী হতে হবে। বিদ্যুৎ অপচয় করলে চলবে না।,বুঝতে হবে দক্ষিণ শ্রীপুরের মতো আরও অনেক এলাকা আছে, যেখানে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি।
২০০৯ সালের পূর্বে বিদ্যুৎ বিভাগের অবস্থা সারাদেশে ছিলো অনেকটা বিপর্যস্ত। বর্তমানে বিদ্যুৎ বিভাগে এসেছে অভূতপূর্ব পরিবর্তন যা সম্ভব হয়েছে বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টার কারণে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী, সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহন ও বাস্তবায়নের ফলে বিদ্যুৎ খাতে অভূর্তপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। শুধু বিদ্যুৎ খাতে নয় বর্তমান সরকার সকল সেক্টরেই সফলতা অর্জন করেছেন। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার উল্লেখ করে তিনি আগামীতেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, সাতক্ষীরা পলী বিদ্যুৎ সমিতি কালিগঞ্জ জোনের এ.জিএম শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল, কশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী কাউফিল অরা সজল, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক আল মামুন সরদার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সাজেদুল হক সাজু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধাগন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সুধি ও সাংবাদিকবৃন্দ। এই বিদ্যুতায়ন কর্মসূচির আওতায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে ৪৮২টি পরিবার বিদ্যুৎ সংযোগ পেল।