ভালোবাসা দিবসে আবেগঘন স্ট্যাটাস সাকিবের
ভালোবাসা দিবসের প্রথম প্রহরেই নিজ পরিবারকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম তার ফেসবুক পেজে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানান তিনি।
পরিবারের ভালোবাসার বাঁধনে ঘিরে থাকা মানুষটাই হয় সুখী। সে হিসেবে আমি একজন সত্যিকারের সুখী মানুষ। জীবনসঙ্গিনী হিসেবে চমৎকার একজন মানুষকে আমি পেয়েছি, যে সকল সংগ্রাম আর যুদ্ধে আমার পাশে এসে দাঁড়ায়। আমাদের একমাত্র কন্যার মুখের হাসিটাই যেন আমাদের পৃথিবী। ক্রীড়াবিদদের জীবনটা কেটে যায় মাঠের ভেতরেই। পরিবারকে ঠিকঠাক সময় দেয়া না হলেও আমার প্রিয়জনেরা কখনই সে অভিযোগ করেনি। বরং সব ধরনের সমর্থন আমি পেয়েছি তাদের কাছ থেকে। এই পৃথিবীর চেয়েও আমি বেশি ভালোবাসি তোমাদের। আমার পরিবারকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
#SAH75 #ValentinesDay’
Please follow and like us: