ক্রিকেটার সৌম্যর জুটি এবার প্রিয়ন্তি
এবার ক্রিকেট মাঠের জুটি নয়, ঘরের জুটি গড়তে যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। খুলনার মেয়ে প্রিয়ন্তি দেবনাথ পূজা হচ্ছেন এ ক্রিকেটারে সংসার ইনিংসের জুটি।
আগামী ২৬ ফেব্রুয়ারি ভোরে গায়ে হলুদ আর ওই দিন সন্ধ্যায় খুলনা ক্লাবে বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছে বলে জানিয়েছেন সৌম্যর বাবা।
বৃহস্পতিবার সন্ধ্যায় সৌম্য সরকারের বাবা সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার জানান, প্রিয়ন্তি দেবনাথ পূজা খুলনার টুটপাড়ার গোপাল দেবনাথ ও মাধবী দেবনাথের মেয়ে।
“মেয়ের বাড়িতেই বিয়ে এবং ২৮ ফেব্রুয়ারি সাতক্ষীরার মোজাফ্ফর গার্ডেনে হবে বৌভাত।”
তিনি জানান, সৌম্যর হবু বধূ ঢাকায় ও-লেভেলের শিক্ষার্থী।
সৌম্যর বাবা ছেলের জন্য দেশ-বিদেশের সবার কাছে শুভ কামনা চেয়েছেন।
সৌম্য সরকার সাতক্ষীরার কাটিয়া গ্রামের কিশোরী মোহন সরকার ও নমিতা সরকারের তৃতীয় ও কনিষ্ঠ সন্তান। তারা তিন ভাই, অপর দুই ভাই হলেন প্রণব সরকার, পুষ্পের সরকার। ১৯৯৩ সালের ২৫ ফেব্রয়ারি সাতক্ষীরায় এ ক্রিকেটার জন্মগ্রহণ করেন।
২৮ বছরে পা রেখেই সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন ক্রিকেটার সৌম্য।