সাংবাদিক মেহেদী হাসানের ফেসবুক আইডি হ্যাক থানায় জিডি
পাটকেলঘাটা প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও সাতক্ষীরা প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি মেহেদী হাসানের গত মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) “মেহেদী হাসান” নামের সামাজিক মাধ্যম (ফেসবুক) আইডি হ্যাক হয়ে যায়। এর প্রেক্ষিতে গত বুধবার (১২ফেব্রুয়ারি) সন্ধায় পাটকেলঘাটা থানায় হাজির হয়ে একটি সাধারণ ডায়েরিও করেছেন। সাধারণ ডায়েরী নং-৫০৫।সাংবাদিক মেহেদি হাসান জানান, গত ১১ফেব্রুয়ারি সকালে আমার ফেসবুকে লগ ইন করার চেষ্টা করলে তা ব্যর্থ হই।আমি এখন খুব সংশয়ে আছি। বর্তামান সময়ে হ্যাকারা ফেসবুক হ্যাক করে নানা রকম দূর্ঘটনা ঘটাচ্ছে।
বুঝতে পারছিনা আমি এখন কি করব। জানিনা কি ভাবে আমি আমার আইডিটা পুনরায় ফিরে পাব। অনেক চেষ্টা করার পর ব্যার্থ হয়ে অবশেষে গণ্যমান্য ব্যাক্তিদের পরামর্শে গতকাল থানায় সাধারণ ডায়েরী করে এসেছি।
Please follow and like us: