বুধহাটা তরকারি বাজার হতে সুবর্ণবণিক পাড়া সড়কের বেহাল দশা
আশাশুনি উপজেলার বৃহত্তর মোকাম বুধহাটা বাজারের তরকারি বাজার হতে সুবর্ণ বণিক পাড়া সড়কের বেহাল দশা ও ড্রেনের দুর্গতিতে এলাকার মানুষ বিপদাপন্ন হয়ে পড়েছে।
সুবর্ণ বণিক পাড়ার বকুল তলা মোড় হতে তরকারি বাজার এবং একই স্থান হতে কাছাড়ি বাড়ি সড়ক পর্যন্ত সড়কটি এলাকার মানুষের যাতয়াতের একমাত্র পথ। এছাড়া এই পথে প্রতিদিন বিভিন্ন এলাকার মানুষ বাজারে যাতয়াত, কাছারি তথা ইউনিয়ন ভূমি অফিসে যাতয়াত, বুধহাটা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতয়াত করে থাকে। সড়কটি দীর্ঘকাল সংস্কার বা পুনঃ নির্মান করা হয়নি। ইটের সোলিংকৃত সড়কটি দিনে দিনে ভাংতে ভাংতে এমন অবস্থায় দাড়িয়েছে যে স্বাভাবিক ভাবে যানবাহন চলাচল ও পথব্রজে যাতয়াত সম্ভব হয়না। সড়কের করুণ অবস্থাকে আরও দুর্বিসহ করে তুলেছে সড়কের ড্রেনেজ ব্যবস্থা। ড্রেন নষ্ট হওয়ার পর কয়েকবার সংস্কার করা হয়েছে। কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি। কারণ সড়কটিতে প্রতিদিন চাল ও মালামাল নিয়ে ট্রলি যাতয়াত করে থাকে। ট্রলির যথেচ্ছা চলাচলে ট্রলির চাকার আঘাতে ড্রেনের স্লাব বারবার নষ্ট হয়ে যায়। পয়ঃ নিস্কাশন না হওয়ার ফলে পানি ও ময়লা আবর্জনার স্তুপে ড্রেন ভরে থাকে। বিশেষ করে ডাঃ রেজাউল করিম, নারান বিশ্বাস, মন্টু ঘোষ, বিজন দেবনাথ এর দোকানের পাশের অবস্থা খুবই শোচনীয়। বৃষ্টি শুরু হলে এ সড়ক ড্রেনের পানিতে তলিয়ে যায়। বিষয়টি তদন্ত পূর্বক সড়ক ও ড্রেনের উন্নয়নে পদক্ষেপ গ্রহনের জন্য উপজেলা প্রশাসন ও জন প্রতিনিধিবৃন্দের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।