কেশবপুরে সুবোধ মিত্র মেমোরিয়াল অর্টিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মিড-ডে মিল চালু
কেশবপুরে সুবোধ মিত্র মেমোরিয়াল অর্টিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মিড-ডে মিল চালু করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সভাপতিত্বে দানশীল ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের আর্থিক সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার বিতরণের মাধ্যমে মিড-ডে মিল প্রদানের কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অপর্না মিত্র। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ কামরুজ্জামান।
আরো উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমূল হুদা বাবু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান, অধ্যাপিকা ফরিদা আক্তর, প্রধান শিক্ষক উৎপল রায় চৌধুরী, ব্যাবসায়ী গোলাম মোস্তফা, ঝন্টু তরফদার, সমাজসেবক স্বপন বিশ্বাস, উদীচির সাধারণ সম্পাদক নিমাই চাঁদ নন্দন, দলিত হারচয়েস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাজমিন নাহার, কেশবপুর আস্থা পল্লী উন্নয়ন ও ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, কার্যকরী সদস্য ইন্দ্রজিৎ সাহা প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে মিড-ডে মিল কার্যক্রমে নগদ ১৫ হাজার টাকা প্রদান করা হয়।