শ্রীউলার কলিমাখালী খাল অবমুক্ত করণ
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের এক খাস খাল অবৈধ দখল থকে অবমুক্ত করা হয়েছে। বুধবার শ্রীউলা ইউপি চেয়ারম্যান খালটি অবমুক্ত করেন।
কলিমাখালি মৌজার স্লুইস গেট এলাকার পানি নিস্কাশনের কাজে ব্যবহৃত হয়ে থাকে। খালে অবৈধ ভাবে নেট পাটা ও বাঁধ দিয়ে পয়ঃ নিস্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়ে থাকে। স্লুইস গেট সংলগ্ন খালটি গেট হতে লাঙ্গলদাড়িয়া গ্রাম পর্যন্ত খাসখালটি পয়ঃ নিস্কাশনে প্রতিবন্ধতা দূর করতে অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল।
এসময় ইউনিয়ন সহকারী ভুমি কর্মকতা মোঃ মহাসিন আলি উপস্থিত ছিলেন। খালটির খাস খতিয়ান ১/১ এর অধীন, দাগ নং ১২, মোট জমির পরিমান ৪ একর ৩৬ শতক খাস খতিয়নভুক্ত খাল অবমুক্ত করা হলো। খাল অবমুক্ত হওয়ায় লাঙ্গলদাড়িয়া, বালিয়াখালি, রাধারআটি গ্রামসহ আশপাশের অনেক গ্রামের মানুষ উপকৃত হবে। এলাকা বর্ষা মৌসুমে পয়ঃ নিস্কাশনের সমস্যা হতে নিস্কৃতি পাবে।