বাঁশদহা মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় সংগীত শুদ্ধভাবে গাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের ৩টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২টি দাখিল মাদরাসার ছাত্র/ছাত্রীদের নিয়ে জাতীয় সংগীত শুদ্ধভাবে গাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১২ ই জানুয়ারী রোজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় বাঁশদহা বি.কে আর্দশ মাধ্যমিক বিদ্যালয় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের নাম বি.কে আর্দশ মাধ্যমিক বিদ্যালয়,আলহাজ্ব মোহম্মদ আলী দাখিল মাদরাসা, ভবানীপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, মির্জানগর মাধ্যমিক বিদ্যালয়, মির্জানগর দাখিল মাদরাসা। ৫জন বিচারকের রায়ে বি.কে আর্দশ মাধ্যমিক বিদ্যালয় ৮৭ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে এই বিদ্যালয়ের ছাত্রীরা হলেন দলনেতা মোবাশিরা শাহরিন, শিমু পারভীন, ফাতিহা নাজনীন, সাঈদা নাজনীন, সিনতিয়া খাতুন, ফারজানা খাতুন, রিমি আক্তার, মারিয়া নুসরাত। ভবানীপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ৭৯ নম্বর পেয়ে দ্বিতীয়। আলহাজ্ব মোহাম্মদ আলী দাখিল মাদরাসা ৭৮ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করে।
এসময় অনুষ্ঠানের সভাপতি বি.কে আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময় যে দেশ আমরা স্বাধীন করেছি সেই দেশের জাতীয় সংগীত আমাদের প্রত্যেকের শুদ্ধ করে গাইতে হবে। তারি সরকারী নির্দেশনা মোতাবেক আজ আমরা জাতীয় সংগীত শুদ্ধ করে গাওয়া প্রতিযোগিতার আয়োজন করেছি।