সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে সকলের প্রিয় সিরাজ উদ্দীন খান
সাতক্ষীরার রসুলপুর যুব সমিতির সাবেক সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন অফিস সচিব ও ফুটবল রেফারী সকলের প্রিয় সিরাজ উদ্দীন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন রসুলপুর যুব সমিতি।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিটে সিরাজ উদ্দীন খান বার্ধক্যজনিত কারণে সাতক্ষীরার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। (ইন্নালিল্লাহি –রাজিউন)। তিনি সকলের কাছে প্রিয় সিরাজ খান নামে পরিচিত ছিলেন।
সকলের প্রিয় রসুলপুর যুব সমিতির সাবেক সভাপতি সিরাজ উদ্দীন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন রসুলপুর যুব সমিতির সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান বিটুসহ রসুলপুর যুব সমিতির নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, আমরা খুবই মর্মাহত ও গভীরভাবে শোকাহত। প্রয়াত সিরাজ উদ্দীন খান ক্রীড়াঙ্গণসহ সকল ক্ষেত্রে একজন নিবেদিত প্রাণ ছিলেন। তিনি মৃত্যুকালে আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাযা মঙ্গলবার দুপুর ২টায় রসুলপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। তার নামাজে জানাযায় অসংখ্য মানুষ শরীক হয়। পরে তার মরদেহ নিজ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। সাতক্ষীরার ক্রীড়াঙ্গন একজন দক্ষ কর্মীকে হারাল। তার এ অভাব কখনও পুরণ হওয়ার নয়। এদিকে, সবার প্রিয় সিরাজ উদ্দীন খানের মৃত্যুতে তার নিজ গ্রামের বাড়ি রসুলপুরসহ সাতক্ষীরার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।