কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ শফিকুল ইসলামের বদলী আদেশ বাতিল
সাতক্ষীরার কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ শফিকুল ইসলাম এর বদলী আদেশ বাতিল করে তাকে পূনরায় একই কর্মস্থলে বহাল করেছে সংশ্লিষ্ট বিভাগ। ডাঃ মোঃ শফিকুল ইসলাম এর বদলি আদেশ বাতিল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মোঃ হোসাইন সাফায়েত।
সূত্র জানায়, দীর্ঘ ৬ বছর ধরে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাঃ মোঃ শফিকুল ইসলামের বদলি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই তার বদলি ঠেকাতে মরিয়া হয়ে ওঠে স্থানীয় একটি ক্লিনিকের নেতৃত্বে থাকা কয়েকজন ব্যক্তি। তিনি নিজেও বদলি ঠেকাতে ঢাকায় ছিলেন বলে জানা গেছে। অবশ্য ডাঃ মোঃ শফিকুল ইসলাম বদলি ঠেকানোর অভিযোগ অস্বীকার করে বলেন এটা অধিদপ্তরের ব্যাপার। তিনি আরো বলেন, আমার স্ত্রী হাসপাতালে ভর্তি থাকায় আমি উর্দ্ধতন কতৃপক্ষের সহযোগীতা চেয়েছিলাম।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন আ’লীগ নেতা জানান, ডাঃ মোঃ শফিকুল ইসলাম এর বাড়ি কলারোয়া উপজেলাতে হওয়ার কারণে তিনি এই কর্মস্থল ছেড়ে যেতে চান না। তাছাড়া তিনি একটি ডায়াগনস্টিক সেন্টারকে সরাসরি সহযোগীতা করে সুবিধা গ্রহণ করেন।
এব্যাপারে সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ মোঃ হোসাইন সাফায়েত জানান, কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ শফিকুল ইসলাম এর বদলী আদেশ বাতিল করে তাকে পূনরায় একই কর্মস্থলে বহাল করেছে সংশ্লিষ্ট অধিদপ্তর। তবে বদলির আদেশ হওয়ার পরে আবার কেন সে বহাল হলো এমন প্রশ্নে তিনি এড়িয়ে যান।