ব্রণ থেকে মুক্তি দেবে সরিষা
ত্বকের সৌন্দর্যকে বহুগুণে কমিয়ে দেয় ব্রণ বা ফুসকুড়ি। যা খুবই বিরক্তিকরও হয়ে থাকে। ব্রণ একবার সেরে গেলেও আবার হওয়ার প্রবণতা রয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে তা কখনোই সারে না।
এক্ষেত্রে কোনো প্রসাধনী ব্যবহার না করাই শ্রেয়। তাই জেনে নিন, ঘরোয়া উপায়ে যেভাবে মাত্র একদিনে মুখের ব্রণ বা ফুসকুড়ি থেকে মুক্তি পাওয়া সম্ভব-
সরিষা ও মধু
ত্বকের যত্নে সরিষা ভীষণ কার্যকরী। ত্বকে ব্রণ বা অন্য কোনো সমস্যা হলে সরিষা দারুণ কাজ করে। এতে স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে যা সংক্রমণকে ধ্বংস করে দেয়।
একটি পাত্রে টেবিল চামচের এক-চতুর্থাংশ সরিষা গুঁড়া ও পরিমাণ মতো মধু মিশিয়ে নিন। এবার মিশ্রণটি ত্বকে ভালো করে লাগিয়ে নিন। এভাবে ১৫ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রথম দিনেই ফলাফল চোখে পড়বে।
Please follow and like us: