সাতক্ষীরার নলতায় শুরু হয়েছে ৫৬তম ওরছ
অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ,শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, শতাধিক গ্রন্থের রচয়িতা,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কারিগর, সুফী-সাধক, পীরে কামেলসুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহছুফীআলহাজ্জ খানবাহাদুর আহছানউল্লা (র.)এঁর ৫৬ তম বার্ষিক ওরছ শরীফ আজ রোববার
থেকে শুরু হচ্ছে।
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে এ ওরছ অনুষ্ঠিত হবে। দেশ-বিদেশ থেকে আগত হাজার হাজার ভক্ত অনুরাগী নলতায় এসে পৌঁছেছেন।
অনুষ্ঠিতব্য তিন দিন ব্যাপী বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠানে দেশ বিদেশের বিভিন্ন খ্যাতিমান আলেমগন কোরান হাদিসের আলোকে ওয়াজ নসিহত করবেন। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিন ব্যাপীওরছের সমাপ্তি হবে।
Please follow and like us: