ত্বকের অবাঞ্ছিত লোম দূর করবে পেঁপে
শরীরের বিভিন্ন স্থানে অবাঞ্ছিত লোম সৌন্দর্য নষ্ট করে থাকে। তাছাড়া এসব লোমের কারণে উজ্জ্বল ত্বকও দেখতে কালো দেখায়। তাইতো ত্বককে উজ্জ্বল ও সুন্দর দেখাতে বেশিরভাগ নারীরা এসব অবাঞ্ছিত লোম তুলে ফেলেন।
তবে নারীরা এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে যেসব পদ্ধতি অবলম্বন করেন তা খুবই যন্ত্রণাদায়ক হয়ে থাকে। তাইতো জানা প্রয়োজন কিছু ঘরোয়া উপায়। যা যন্ত্রণা ছাড়াই এই কঠিন সমস্যার সমাধান দেবে। এমন দুটি পদ্ধতি রয়েছে যা সত্যি বেশ কার্যকরী। চলুন জেনে নেয়া যাক উপায় দুটি সম্পর্কে-
পাকা পেঁপে ও হলুদ
পাকা পেঁপে ও হলুদের মিশ্রণ ত্বকের মসৃণতা বৃদ্ধি করে। পাকা পেঁপেতে পাপাইন নামক একটি উপাদান থাকে, যা চুল গজানোতে বাঁধা দেয় এবং চুলের গোঁড়া নরম করে উঠে আসতে সাহায্য করে। পাকা পেঁপে এবং হলুদ ত্বকের লোম দূর করতে সাহায্য করে।
একটি পাত্রে ২ টেবিল চামচ পরিমাণ পাকা পেঁপে চামচে কুড়িয়ে তুলে নিন। এর সঙ্গে আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি ত্বকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগান। ১৫ মিনিট রাখুন। তারপর ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন।