ডুমুরিয়ায় এক ভুয়া পুলিশ ও প্রাইভেটকার আটক
খুলনার ডুমুরিয়া থানার খর্ণিয়া ইউনিয়নের টিপনা বালিয়াখালী বাজার হতে শুক্রবার (৭ফেব্রুয়ারি) দিনগত রাতে আনুমানিক ১.৩০ ঘটিকায় মুদি ব্যবসায়ী সেকেন্দার গাজীকে পুলিশ পরিচয়ে অপহরণ করা হয়। অপহরণ করে পালিয়ে যাওয়ার পথে মহানগরীর রায়ের মহল মুন্সীপাড়া এলাকা থেকে প্রাইভেটকারসহ তাকে আটক করা হয়। এ সময় ব্যবসায়ী সেকেন্দার গাজীকে মুখে টেপ লাগানো ও হাত- পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
জানা যায়, রাতে পুলিশ টহল দেওয়ার সময় আনুমানিক রাত তিনটার দিকে জিরোপয়েন্ট এলাকায় ডুমুরিয়ার দিক থেকে আসা একটি সাদা প্রইভেটকারকে থামার জন্য সংকেত দেয় পুলিশ। সিগন্যাল না মেনে বাইপাস সড়ক হয়ে মোস্তর মোড়ের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কারটি। মস্তর মোড়ে পুলিশ দেখে দ্রুত রায়ের মহলের দিকে চলে যায়।এ সময় পুলিশ তাদেরকে লক্ষ্য করে ধাওয়া দিয়ে প্রাইভেটকারসহ একজনকে আটক করে। প্রাইভেটকার নং- ঢাকা মেট্রো গ- ১৪-২১০২ ও পুলিশের পোশাকসহ আটক করা হয় অপহরণকারীকে।
আটককৃত মোঃ সোহেল মোল্ল্যা (৩৫) লহাগড়ার এয়াকিল মোল্ল্যার ছেলে। তার সাথে থাকা আরও তিনজন অপহরণকারী কৌশলে পালিয়ে যায়। আটককৃত সোহেল নিজেকে সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে সেকেন্দার গাজীকে অপহরণ করে। আটকের পর তল্লাশি করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি প্রাইভেটকার মোবাইল,দুটি পুলিশের ইউনিফর্ম,ব্যাজসহ দোকানের তালা ভাংগার সরজ্ঞাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রাইভেটকারটি আড়ংঘাটা থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।আড়ংঘাটা থানার ওসি কাজী রেজাউল করিম জানান,আটককৃত সোহেল মোল্ল্যাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে ।