তালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে ডা:রাজিব সরদারের যোগদান
সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দায়িত্বভার গ্রহণ করেছেন ডা: রাজিব সরদার। সম্প্রতি স্বাস্থ্য পরিচালক প্রশাসন স্বাস্থ্য আধিদপ্তর মহাখালী কর্তৃক স্বাক্ষরিত পরিপত্রে ডা: রাজিব সরদারকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার তিনি দায়িত্বভার গ্রহণ করছেন বলে জানা গেছে ।
ডা: রাজিব সরদার খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মৃত রনজিত কুমার সরদারের পুত্র। তিনি ২০১৪ সালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার হিসেবে যোগদান করেন। এর পর তিনি ১ মাসের জন্য অনত্র বদলী হয়ে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন এবং অদ্যবদি কর্মরত আছেন।
এ বিষয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজিব সরদার বলেন, আমি হাসপাতালটিকে স্বচ্ছ ও জবাবদিহিতামূক আধুনিক হাসপাতাল গড়তে চাই। সম্পূর্ণ দূণীতির উর্দ্ধে থেকে জনগনকে সেবা দিতে চাই। হাসপাতালে সকলে যাতে তার দায়িত্ব সঠিকভাবে পালন করে সেই ব্যবস্থা গ্রহণ করবো। কোন অপরাধীকে ছাড় দেয়া হবেনা।
Please follow and like us: