আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো জি.ফুলবাড়ি দরগাহ শরীফের ৩৮তম ওরছ
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জি.ফুলবাড়ি দরগাহ শরীফের ৩৮ তম বার্ষিক পবিত্র ওরছ শরীফ আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। প্রতি বছরের ন্যায় ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি জি.ফুলবাড়ি দরগাহ শরীফে আশেকে এলাহী, আশেকে রাসূল, সুলতানুল আউলিয়া, কুতুবুল আকতাব, আরিফ বিল্লাহ হযরত শাহ ছুফী খান আতিয়ূর রহমান (রহ:) এর ওরছ শরীফ মাহফিলের আয়োজন করে।
ওরছ শরীফে সদর উপজেলাগ আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামের প্রচার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রসাশক এস.এম মোস্তফা কামাল।
বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্যামুয়েল ফেরদৌস পলাশ, ফিংড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারন সম্পাদক ও ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, সদর যুবলীগের যুগ্ম-আহবায়ক সোহাগ হোসেন, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা অজয় দাশ, আরিফুল ইসলাম, ইউপি সদস্য মিজানুর রহমান, মহাদেব কুমার ঘোষ, সাবেক ইউপি সদস্য জাহিদুল আনোয়ার প্রমুখ।
জি.ফুলবাড়ি দরগাহ শরীফের বার্ষিক ওরছ শরীফ মাহফিলে ২য় দিনে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান আলোচনাসহ ওলি-আউলিয়াগণের জীবন দর্শন সম্পর্কে আলোচনা করবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার মুফাচ্ছিরুল কোরআন সাংবাদিক ২৪ তম বিসিএস ক্যাডার মুফতি ড. আশরাফ আলীমুল্লাহ সিদ্দিকী (খতিব মসজিদে কুবা, বগুড়া), আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাফেজ মাও. মোখলেছুর রহমান বাঙ্গালী (কুষ্টিয়া), হাফেজ হযরত মাও. গাজী তামিম বিল্লাহ আল-কাদরী (ঢাকা), হযরত মাও. মুফতি নজরুল ইসলাম (মুহাদ্দিস, বাগেরহাট কামিল মাদরাসা)। ৩য় দিন বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে আখেরী মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাও. মোখলেছুর রহমান বাঙ্গালী।
Please follow and like us: