আশাশুনিতে বাল্যবিবাহ ইভটিজিং নারী নির্যাতন ও মানবপাচার প্রতিরোধে ক্যাম্পেইন
আশাশুনিতে বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, মানব পাচার প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় এতিম ছেলে মেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায়, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ হুসাইন শওকত। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আবম মোছাদ্দেক, উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলেটেটর দেবু বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে বুধহাটা ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক, ইমাম, অভিভাবক, ছাত্র ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মুজিব শতবর্ষকে সামনে রেখে গৃহীত কর্মসূচির আলোকে মাল্টি মিডিয়া প্রোজেক্টরের মাধ্যমে চিত্র প্রদর্শন করা হয়।