শ্যামনগরে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে নতুন ব্যবসা শুরু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শ্যামনগরে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ৫দিন ব্যাপী নতুন ব্যবসা শুরু বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত গ্রামীণ হোটেল কনভেনশন সেন্টারে উক্ত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান।
এতে সভাপতিত্ব করেন ও সমাপনী বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এবং বর্তমান উপজেলা মুক্তিযোদ্ধালীগের সভাপতি দেবীরন্জন মন্ডল। এসময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপক আবির হোসেন, প্রশিক্ষক মোঃ আমিনুল ইসলাম, প্রশিক্ষক এ.এস.এম সারোয়ার আলম, সাবেক ছাত্রনেতা হরিদাস হালদার, ফরিদুর রহমান পলাশ প্রমুখ। এসময় বক্তারা বেকারত্ব দূরীকরণে চাকরির পিছনে না ছুটে আত্মকর্মসংস্থানে আত্মনিয়োগ করার জন্য উপস্থিত যুবকদের প্রতি আহবান জানান।
গত ৩০ জানুয়ারি হতে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালার সার্বিক তত্বাবধানে এবং সার্বিক সঞ্চালনায় ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক ও এভারগ্রীণ যুব সংঘের সভাপতি জিএম হুমায়ুন কবীর হিমু।
এতে ৩০ জন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোক্তাগন অংশ নেন।
Please follow and like us: