‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে অংশ নেবে ভারত’
ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন শুরু হবে ১৭ মার্চ। এতে অংশ নেবে ভারত। এতে দুই দেশের বন্ধুত্ব আরো দৃঢ় হবে।
সোমবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি। পরে সমাধিসৌধ ঘুরে দেখেন, বঙ্গবন্ধু ভবনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ও জেলা শহরের কেন্দ্রীয় কালিবাড়ি পরিদর্শন করেন।
ভারতীয় হাই কমিশনার বলেন, ছোট বেলায় রেডিওতে বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি। এত বছর পর তার সমাধিতে শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে খুব সম্মানিত বোধ করেছি।
তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার পথে ভারত আগেও পাশে ছিল, আগামীতে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন হাই কমিশনারের স্বামী প্রশান্ত কুমার দাশ, হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) নবনিতা চক্রবর্তী, প্রটোকল অফিসার নিরাজ কুমার বিলখা, সহকারী কেএমএস রেড্ডি, গোপালগঞ্জের এডিসি (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল বাকী, এডিশনাল এসপি মাসুদুর রহমান মাসুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ।