পাটকেলঘাটায় মাছবাহী ট্রাকের ধাক্কায় পল্লীবিদ্যুতের ঠিকাদার কর্মী আহত
পাটকেলঘাটায় মাছবাহী ট্রাকের ধাক্কায় পাটকেলঘাটা পল্লীবিদ্যুৎ অফিসে ঠিকাদারের সহযোগী মারাত্মক আহত হয়েছে। স্থানীয় জনতা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। তার অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে সোমবার বিকাল ৫টার সময় খুলনা সাতক্ষীরা মহাসড়কের বলফিল্ড মোড়ে রাস্তাপারাপারের সময় খুলনাগামী মাছবাহী ট্রাক তালা উপজেলার চিংড়ি গ্রামের আকবর সানার পুত্র আব্দুল গনি (৪৫) কে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । ঘটনাস্থল থেকে পুলিশ জনতার সহযেগীতায় ট্রাক ড্রাইভার ময়মনসিংহ জেলার কুকুরিয়া গ্রামের আব্দু বাতেনের পুত্র সজিব মোল্যা(২৫) ও হেলপার গোপাল গঞ্জ জেলার ফজলু শেখের পুত্র জাফর শেখ(৩৫) কে ট্রাকসহ আটক করে থানায় সোপর্দ করে । পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে ।