ডুমুরিয়ায় সাস, দূরবীন ও চুকনগর প্রেসক্লাব এর উদ্যোগে মানবতার দেওয়াল উদ্বোধন
কৈশোর কর্মসুচীর আওতায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় আজ সন্ধ্যায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা(সাস) দূরবীন চুকনগর ও চুকনগর প্রেস ক্লাব কত্তৃক আয়োজনে চুকনগর বাজারের মোড়ল মার্কেট দূরবীন কার্যালয়ের নিচে আনুষ্ঠানিক ভাবে মানবতার দেওয়াল উদ্ধোধন করেন ৫ নং আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ রায় ।
সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রোগ্রাম অফিসার গাজী শামীম হোসেন মিঠুর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ কুমার ঘোষ,দুরবীনের সভাপতি মৃনাল হালদার, চুকনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শংকর ঘোষ, সাংবাদিক গৌতম রায় সাংবাদিক ইব্রাহীম হোসেন,দূরবীনের উপদেষ্ঠা ইন্দ্রজীৎ দেব কিংকর মজুমদার, সরোয়ার হোসেন, ইকবল হোসেন সালাম, কসমেটিক সমিতির সভাপতি হাসান ইমান বাবলু, আল কাফি, গৌতম, ইস্তি, অনিক প্রমূখ।
Please follow and like us: