জোড়দিয়া মডার্ন স্পোর্টিং ক্লাবের ভিত্তি প্রস্তর উদ্বোধন
লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার পরিকল্প নেই। খেলাধুলা করলে শরীর মন দুইটাই ভালো থাকে। কারণ খেলাধুলা করলে রক্ত চলাচল করে। স্বাস্থ্য ভালো থাকে। পড়ালেখায় মন বসে। তাছাড়া খেলাধুলায় ব্যাক্তি, সমাজ এবং এলাকার পরিচিতি ঘটায়। আর্জেন্টিনার ফুটবলার দিয়াগো ম্যারাডোনা উদ্ধৃতি দিয়ে প্রধান অতিথি বলেন খেলার জন্য সারা বিশ্ব তাকে চেনে। আর্জেন্টিনা নামক দেশটি বিশ্বে পরিচিতি লাভ করেছে। দেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফুটবল সহ বিভিন্ন খেলাধুলার প্রতি বিশেষ নজর দিয়েছেন।
গতকাল সকাল সাড়ে ৮ টায় জোড়দিয়া মডার্ন স্পোর্টিং ক্লাবের নিজস্ব জায়গায় ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে শেখ হাফিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা মো আবুল খায়ের সরদার। “জোড়দিয়া মডার্ন স্পোর্টিং ক্লাবের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা মো আবুল খায়ের সরদার বলেন আমাদেরকেও এলাকার পরিচিতি লাভের জন্য খেলাধুলার প্রতি সুনজর দিতে হবে ।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সমাজ সেবার অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক ও মডার্ন স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা শেখ মহসিন আলী, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো লুৎফর রহমান, ফিংড়ী ইউনিয়ন চেয়ারম্যান মো সামছুর রহমান, ক্লাবের উপদেষ্টা শেখ ছিদ্দিকুর রহমান, সহ-সভাপতি শেখ তৈমুর হাসান, শেখ আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ শেখ মশিউর রহমান, শেখ ছাদিকুল ইসলাম, শেখ জাহিদ হোসেন, শেখ শফিউল হুদা ছোট্রু, শেখ শাওন আহমেদ, শেখ মাসুদ আলী, শেখ ইমন আলী, শেখ অমিত হাসান বাবু, শেখ আব্দুল হান্নান, শেখ রিপজা হোসেন প্রমূখ।