কলারোয়ায় সাংবাদিকদের সাথে নবাগত টিএইচও’র মতবিনিময়
সাতক্ষীরার কলারোয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা (টিএইচও) ডা. জিয়াউর রহমান। সোমবার দুপুরে কলারোয়া হাসপাতালের টিএইচও’র অফিস কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে সকলের সহযোগিতা প্রত্যাশা করে টিএইচও ডা. জিয়াউর রহমান বলেন, স্বচ্ছ ও জবাবদিহিতার মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাঁরা সোচ্চার। হাসপাতালের ভাবমূর্তি আরো উন্নত করতে ইতোমধ্যে নানান পদক্ষেপ নেয়া হয়েছে। অনুষ্ঠানে হাসপাতালের বড়বাবু আবুল কালাম আজাদ, স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সদস্য সরদার জিল্লুর, দেবাশীষ চক্রবর্তী বাবু, গোপাল ঘোষ বাবু, কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি ও ডেইলি অবজারভার পত্রিকার কলারোয়া সংবাদদাতা জুলফিকার আলী, উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, মোজাফফর হোসেন পলাশ, জাহিদুল ইসলাম, তরিকুল ইসলাম, রাকিব হাসান, কলারোয়া প্রেসক্লাবের নেতা এমএ সাজেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিকদের বিভিন্ন অভিযোগ ও পরামর্শ সমাধান ও বাস্তবায়নের আশ্বাস দেন নবাগত টিএইচও ডা. জিয়াউর রহমান।