কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র হাসপাতালে
সাতক্ষীরার কলারোয়ায় জামি জমা সংক্রান্তের জের ধরে পিতা-পুত্রকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে-উপজেলার বোয়ালিয়া গ্রামে। এঘটনায় ৫জনের নামে একটি অভিযোগ দায়ের হয়েছে। উপজেলার বোয়ালীয়া গ্রামের মামুন হোসেনের স্ত্রী জানান-তার চাচাতো দেওর চাচাতো শ্বশুরদের সাথে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। এর ওই জের ধরে ৩১ জানুয়ারী রাত ৯টার দিকে বোয়ালীয়া কলেজ মাঠে এক শালিসের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শালিসের বৈঠক শেষ করে তারা বাড়ী ফেরার পথে মোস্তাফিজুর রহমান, ফৌজদুর রহমান গাইন, রবিউল ইসলাম, মফিজুল ইসলাম গাইন ও মতিউর রহমান দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তার স্বামী মামুন গাইনের উপর হামলা করে। এসময় তার ছেলে মেহেদী হাসান (১৯) পিতাকে বাচাতে এগিয়ে আসলে তাকেও তারা ধরে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে জখম করে। এসময় হত্যার উদ্দেশ্যে কৃষক মামুনকে লক্ষ করে মাথায় ধারালো দা দিয়ে কোপ মারে, এতে তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে পড়ে গেলে প্রতিপক্ষরা আস্ফালন করতে করতে চলে যায়। পরে এলাকাবাসী উপস্থিত হয়ে আহত বাবা ও ছেলেকে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করে। এদিকে রবিবার সকালে আহত কৃষক মামুন গাইন জানান-প্রতিপক্ষরা ঘটনার সময় তার পকেটে থাকা ৩৫শ টাকা ছিনিয়ে নিয়েছে। এবিষয়ে প্রতিকার চেয়ে আহতের পক্ষে ফাতেমা খাতুন বাদী হয়ে কলারোয়া থানায় ৫জনের নামে একটি অভিযোগ পত্র জমা দিয়েছেন।