সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অভিযান চালিয়ে দুটি নৌকা, ৫০ কেজি কাকড়া ও ১১’শ পিস আটন জব্দ
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা অভিযান চালিয়ে নিষিদ্ধ প্রজনন মৌসুমে কাকড়া আহরনের সময় দুটি নৌকা, ৫০ কেজি কাকড়া ও ১১’শ পিস আটন জব্দ করেছে। বৃহস্পতিবার সুন্দরবনের রায়মঙ্গল নদী থেকে উক্ত কাকড়াসহ উক্ত মালামাল জব্দ করা হয়।
স্মার্ট পেট্রোল টিমের দলপতি কৈখালী স্টেশন কর্মকর্তা (এস.ও) কামরুল হাসান জানান, সুন্দরবনে বিভিন্ন নদীতে চলমান কাঁকড়া প্রজনন মৌসুম নির্বিঘেœ সম্পন্ন করতে টহল দেওয়ার সময় রায়মঙ্গল নদী থেকে দুটি নৌকা, ৫০ কেজি কাঁকড়া ও কাঁকড়া ধরার কাজে ব্যবহৃত ১১’শ পিস আটন জব্দ করে কাচিকাটা বন অফিসে হস্তান্তর করা হয়। তিনি আরো জানান, জব্দকৃত কাঁকড়া গুলো পরে কাচিকাটা নদীতে অবমুক্ত করা হয়েছে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এ.সি.এফ) এম.এ হাসান জানান, রপ্তানিযোগ্য সাদা সোনা খ্যাত কাঁকড়ার প্রজনন বৃদ্ধিতে সুন্দরবনে নদীতে টহল জোরদার করা হয়েছে।