সাতক্ষীরায় শ্রীশ্রী স্বরস্বতী পূজা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
সাতক্ষীরায় শ্রীশ্রী স্বরস্বতী পূজা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১২টায় জেলা মন্দির প্রাঙ্গণে জেলা মন্দির সমিতি যুব কমিটির আয়োজনে ও জেলা মন্দির সমিতির সার্বিক ব্যবস্থাপনায় জেলা মন্দির সমিতি যুব কমিটির সভাপতি রনজিৎ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘ জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মের আচার অনুষ্ঠান সুষ্ঠভাবে পালন করতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। মানুষের কল্যাণে ধর্ম-বর্ণের উর্দ্ধে থেকে কাজ করতে হবে। সনাতন ধর্মালম্বীদের প্রতি বিদ্যাদেবী স্বরস্বতীর আরাধনায় দেশ ও জাতির মঙ্গল কামনা করার আহবান জানান।’
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী মোহাম্মদ আবু সায়ীদ, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জয়মহা প্রভু সেবক সংঘ জেলা শাখার সভাপতি গোষ্ঠ বিহারী মন্ডল, বাংলাদেশ হিন্দু বৈদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ কুমার গুহ প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মন্দির সমিতি যুব কমিটির সাধারণ সম্পাদক জয়দেব রায় ও প্রচার সম্পাদক বাসুদেব প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিকাশ চন্দ্র দাস।