পটুয়াখালী জেলাকে গোল বন্যায় ভাসিয়ে স্বাগতিক সাতক্ষীরা জেলার ৬-০ গোলে জয়লাভ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২০ এর দ্বিতীয় লেগ সেমিফাইনালে পটুয়াখালী জেলাকে গোল বন্যায় ভাসিয়ে স্বাগতিক সাতক্ষীরা জেলা ৬-০গোলে পরাজিত করে জয়লাভ করেছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র আয়োজেন এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ফুটবল এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় ‘বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২০ এর দ্বিতীয় লেগ সেমিফাইনালে তুমুল প্রতিদ্বন্দিতা পূর্ণ প্রথমার্ধের খেলায় ৫-০ গোলে এগিয়ে থাকে সাতক্ষীরা জেলা ফুটবল দল। দ্বিতীয়ার্ধের খেলায় আরো ১টি গোল করে সাতক্ষীরা জেলা দল। গোল পরিশোধের লড়াইয়ে পটুয়াখালী জেলা আপ্রাণ চেষ্টা করেও গোলের দেখা পায়নি। ফলে সাতক্ষীরা জেলা দল পটুয়াখালী জেলা দলকে ৬-০ গোলে পরাজিত করে। সাতক্ষীরা জেলা দলের পক্ষে ১২নং জার্সি পরিহীত খেলোয়াড় মিয়ারাজ ৪টি গোল, ১০নং জার্সি পরিহীত খেলোয়াড় সিদ্দিক ১টি ও ১৭নং জার্সি পরিহীত খেলোয়াড় সুমন ১টি গোল করে। গত ২৫ জানুয়ারি পটুয়াখালী জেলা স্টেডিয়ামে স্বাগতিক পটুয়াখালী জেলা দল বনাম সাতক্ষীরা জেলা দল ১ম লেগ সেমিফাইনালে ১-১ গোলে ড্র করে।
এ সময় উপস্থিত থেকে খেলা উপভোগ করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক তৈয়েব হাসান বাবু, জেলা ফুটবল এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. আহম্মাদ আলী সরদার, সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল দলের কোচ ইকবাল কবির খান বাপ্পি, যুগ্ম সম্পাদক কিরণ¥য় সরকার, ট্রেজারার শেখ মাসুদ আলী, নির্বাহী সদস্য আবুল কাশেম বাবর আলী, আসাদুর রহমান আসাদ, হারু, লালন, মনির প্রমুখ।
সাতক্ষীরা জেলা দলের খেলোয়াড়রা হলেন- আরিচ, কাবিজ, বিদ্যুৎ, মামুন, লিটন, রাসেল, হাদিছুর, তোতন, পারভেজ, রাজিব, মহানন্দ, উজ্জল, পলাশ, সাগর, সুমন, সিদ্দিক, মিয়ারাজ, জাকির, মিলন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২০ এর দ্বিতীয় লেগ সেমিফাইনালে পটুয়াখালী জেলাকে গোল বন্যায় ভাসিয়ে স্বাগতিক সাতক্ষীরা জেলা ৬-০গোলে জয়লাভ করায় সাতক্ষীরা জেলা দলকে অভিনন্দন জানিয়েছে সাতক্ষীরাবাসী। আগামী ০১ ফেব্রুয়ারি বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২০ এর দ্বিতীয় লেগ সেমিফাইনাল খেলায় মুখো মুখি হবে স্বাগতিক সাতক্ষীরা জেলা ফুটবল দল বনাম বরিশাল জেলা ফুটবল দল।