নবজীবন ইন্সটিটিউটে বিদায় অনুষ্ঠান প্রীতিভোজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
নবজীবন ইন্সটিটিউটে আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ,প্রীতিভোজ, পুরস্কার বিতরণী ও বিদায় অনুষ্ঠান গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়।বিভিন্ন কর্মসূচি উপলক্ষে নবজীবন ইন্সটিটিউট প্রাঙ্গণ ছাত্র-ছাত্রী,শিক্ষক ও অভিভাবকদের মিলন মেলায় পরিণত হয়। গত দুদিন থেকে শুরু হয় বিভিন্ন ক্লাসের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। এতে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশন করে।
গতকাল প্রথম পর্বে ১১টায় অনুষ্ঠিত ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান। নবজীবন ইন্সটিটিউটের চেয়ারম্যান ও নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান এর সভাপতিত্বে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবজীবনের প্রতিষ্ঠাতা শহিদ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম,উপাধ্যক্ষ মীর ফখর উদ্দীন আলী আহম্মেদ,নবজীবন ইন্সটিটিউটের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,শহিদ খান ফাউন্ডেশনের সেক্রেটারি খায়রুল আলম,ম্যানেজিং কমিটির সদস্য আব্দুস সালাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে নবজীবনের প্রতিষ্ঠাতা শহিদ খান বলেন ছেলে বেলা থেকেই প্রত্যেকের এক একটি লক্ষ্য ও উদ্দেশ্য থাকে। আমার স¦প্ন এবং উদ্দেশ্য ছিল সাতক্ষীরা তথা দেশের সাধারণ মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করে বেকারত্ব দুর করা এবং অবহেলিত জনগোষ্ঠীকে দক্ষ করে নানাভাবে কর্মসংস্থানের জন্য নবজীবন প্রতিষ্ঠিত করা। অনেক কষ্ট ও ত্যাগের মধ্য দিয়ে আমি নবজীবন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। তোমাদেরও ছাত্র জীবন থেকে উন্নত শিক্ষা এবং একটি লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।জীবনের প্রথম ধাপ হলো এস এস সি পরীক্ষা সুতরাং তোমাদের ভালভাবে এই পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে।
ভাল ফলাফলের মধ্য দিয়ে জীবনের প্রথম ধাপ অতিবাহিত করতে পারলেই বাকী জীবনে চলার পথ সহজ হবে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন লেখাপড়ার কোন বয়স নেই। জ্ঞানার্জনের জন্য পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ার অভ্যাস তৈরি করার জন্য তিনি ছাত্র-ছাত্রীদের প্রতি উদাত্ত আহবান জানান।
পরিশেষে তিনি সকল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা এবং উন্নত ভবিষ্যৎ কামনা করেন।পরে শিক্ষক, অভিভাবক,অতিথি সহ সকল ছাত্র-ছাত্রীরা প্রীতিভোজে অংশ নেয়। প্রীতিভোজ শেষে নবজীবনের নিজস্ব অডিটোরিয়ামে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আলোচনা সভা-শেষে অতিথিবৃন্দ বিভিন্ন ভিষয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন।এ সময় ছাত্র,শিক্ষক,অভিভাবক সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।