দেবহাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩১৭ বস্তা নিন্মমনের চাল জব্দ:১০ হাজার টাকা জরিমানা
সাতক্ষীরার দেবহাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩১৭ বস্তা নিম্নমানের চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দেবহাটা উপজেলার সখিপুর লাইট হাউজ সংলগ্ন সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের উপর থেকে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন উক্ত চাল গুলো জব্দ করেন।
এ সময় চাল ব্যবসায়ী কালিগঞ্জ উপজেলার পূর্ব নলতা গ্রামের আব্দুল্লাহ খানের ছেলে শহিদুল ইসলামকে (৪২) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, চাল ব্যবসায়ী শহিদুল ইসলাম কালিগঞ্জ উপজেলার নলতা সুপার মার্কেট থেকে ৩১৭ বস্তা নিম্নমানের চাল ইঞ্জিন চালিত ট্রলিযোগে সাতক্ষীরা শহরের দিকে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে দেবহাটা উপাজেলার সখিপুর লাইট হাউজ সংলগ্ন এলাকায় পৌছালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন তাকে চ্যালেঞ্জ করেন। পরে নিন্মমানের চাল রাখার দায়ে শহিদুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করেন।