কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অগ্রগতি সংস্থার বাস্তবায়নে পিস প্রকল্পের সহযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব ডাঃ আব্দুল জব্বার। প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল।
৪টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ছিলো “উগ্রবাদ প্রতিরোধে সামাজিক অংশগ্রহণ কীভাবে সহযোগিতা করে।” প্রতিপাদ্য বিষয়ের উপর ক্ষুদে তার্কিকগণ পক্ষে-বিপক্ষে নানা তথ্য-উপাত্ত ও যুক্তিতর্ক দিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলে। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক মোঃ মশিউর রহমান, সহকারী শিক্ষক সাইফুল আলম ও রীণা রাণী পাল। সময় নির্ধারণে সহযোগিতা করেন মোঃ তজিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভিভাবক রোকসানা পারভীন পারুল ও এস.এম.সি সদস্য রোজিনা খাতুন। এসময় উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থার পিস প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর সানাউল হক বাশার, প্রকল্পের রিপোর্টিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার মঈন আহমেদ, ফিল্ড অফিসার আল-আমিন, সহকারী শিক্ষক আবু বকর ছিদ্দীক, মাওলানা আব্দুদ দাইয়ান, আনারুল ইসলাম, নাছরিন সুলতানা, সমীর কুমার সরকার, দেবাশীষ সরদার, জাকিয়া পারভীন, অফিস সহকারী আমিরুল ইসলাম, ফারুক হোসেন প্রমুখ।
প্রতিযোগিতা শেষে বিজয়ী গোলাপ দলের দলনেতা মাহি আল হাসান মাহি ও তার দলের অর্ণবী পাল রিয়া, মোস্তাফিজুর রহমান হৃদয়, আরিফ মামুন, ফারহানা এবং রানার আপ দলের দলনেতা ফারিয়াসহ তরিকুল ইসলাম, হাসিবুল ইসলাম, জান্নাতুল ও মীনা খাতুনের হাতে পুরস্কার হিসাবে বই তুলে দেন অতিথিবৃন্দ।