ঘুরে দাঁড়াতে আজ আবারো মাঠে নামবে বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারার পর ঘুরে দাঁড়াতে আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে টাইগার বাহিনী। লাহোরে বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারায় স্বাগতিকরা।
লাহোরের উইকেট সম্পর্কে খেলার আগের দিনই ধারণা পেয়েছিল বাংলাদেশ। সেই ধারণাতেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাহমুদ উল্লাহ রিয়াদ। খেলা পরবর্তী সংবাদ সম্মেলন করতে এসে সেই উইকেটকেই দুষলেন বাংলাদেশ সেনাপতি। তিনি বলেন, ‘পিসের কন্ডিশনটা একটু ভিন্ন ছিল। সেই জায়গাতেই আমরা পিছিয়ে পড়েছি। আরও ১০-১৫ রান বেশি হলে খেলার ফলাফল হয়তো ভিন্ন হতে পারতো।’
তবে সেই একই পিসে পাকিস্তানের ব্যাটসম্যানরা সাবলীলায় ব্যাটিং করে পাকিস্তান। অভিষেক হওয়া আহসানকে সঙ্গে নিয়ে দলকে জয় এনে দেন অভিজ্ঞ শোয়েব মালিক। এদিকে, প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশ।