অবশেষে ডার্ক মোড এলো ফেসবুকে
ব্যবহারকারীদের অনেক দিনের দাবি ছিল, ফেসবুকে ডার্ক থিম নিয়ে আসবার জন্য। জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়াটি বহুদিন ধরেই তাদের গ্রাহকদের জন্য এ ফিচার আনার চেষ্টা করছিল। অবশেষে সেই বহুকাঙ্খিত ‘ডার্ক মোড’ নিয়ে এলো ফেসবুক।
অ্যানড্রয়েড পুলিশ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অসংখ্য ফেসবুক অ্যাপ ব্যবহারকারী তাদের অ্যাপে ডার্ক থিম ফিচার পেয়েছেন। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ ফিচার পেয়ে যাবেন বলে জানানো হয়েছে।
২০১৯ সাল থেকে ফেসবুক তার অ্যাপে ডার্ক মোড আনার কাজ শুরু করে। তবে কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে, এ ফিচারটি সব ব্যবহারকারীর জন্য আনা হয়নি। তবে কয়েকদিন আগেই ফেসবুক মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম, হোয়াটসঅ্যাপ তার অ্যানড্রয়েড বিটা ব্যবহারকারীদের জন্য ডার্ক মোড নিয়ে এসেছিল।
ফেসবুক তাদের ফিচাররে পুরোপুরি ডার্ক থিম দেয়নি। হোয়াটসঅ্যাপ ডার্ক মোডের মতো এখানেও ব্যবহারকারীরা ডার্ক ব্লু ব্যাকগ্রাউন্ড পাবে। ডার্ক মোড ফিচার চলে আসায় ফেসবুক পরিবারের চতুর্থ অ্যাপে পরিণত হয়েছে। এর আগে ফেসবুকের তিনটি অ্যাপ ডার্ক- ফেসবুক ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে ডার্ক মোড ফিচার আনা হয়েছিল।