সড়ক দুর্ঘটনায় আর্জেন্টিনার গোলরক্ষক রোমেরো
সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরো। তার বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ট্রেনিং গ্রাউন্ডের কাছেই এই ঘটনা ঘটেছে। গাড়িটি প্রায় দুমড়ে-মুচড়ে গেলেও রোমেরো অক্ষত আছেন বলে জানা গেছে।
স্থানীয় সময় সোমবার সকালে ক্যারিংটনে রোমেরোর ল্যাম্বরগিনি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বেষ্টনীর নিচে ঢুকে যায়। তিনি ২০১৭ সালে ইউনাইটেড লিগ কাপ জয়ের পরপরই গাড়িটি কিনেছিলেন।
৩২ বছর বয়সী রোমেরো ২০১৫ সালে ইউনাইটেডে যোগ দেন। ইউনাইটেডের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক তিনি। ক্লাবের হয়ে এই মৌসুমে এখনো প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাননি। তবে ইউরোপা লিগে চার ম্যাচ খেলে ফেলেছেন। এছাড়া লিগ কাপে খেলেছেন তিন ম্যাচ।
আর্জেন্টিনা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রোমেরো। ২০১৪ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে ফাইনালে তুললেও শেষ দিকে একটি গোল হজম করায় শিরোপা হাতছাড়া হয় তাদের। তবে দীর্ঘ ক্যারিয়ারে এখনো আর্জেন্টিনার গোল পোস্ট পাহাড়ায় রোমেরো এক আস্থার নাম।
সূএ-ডেইলি বাংলাদেশ