আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুতে সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, সফল মিডিয়া ব্যক্তিত্ব, চলচ্চিত্র প্রযোজক, বিশিষ্ট সমাজ সেবক, আব্বাস উল্লাহ সিকদারের মৃত্যুতে তাহার বিদেহী আত্মার শান্তি কামনায় সাতক্ষীরায় মঙ্গলবার বিকালে পাটকেলঘাটা সিদ্দিকীয়া কওমিয়া মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান এর পরিচালনায় দোয়া ও মোনাজাত করেন অত্র পাটকেলঘাটা সিদ্দীকিয়া কওমিয়া মাদ্রাসা শিক্ষক মাওলানা..দোয়া মাহফিলে শতাধিক হাফেজে কোরআন শিক্ষার্থী, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সফল মিডিয়া ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক আব্বাস উল্লাহ সিকদার গত ১৮ জানুয়ারী শনিবার বিকাল ৫.৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৫০ সালের ১২ই মে বনানীর চেয়ারম্যানবাড়ির চেয়ারম্যান আব্দিুল হামিদ শিকদারের ঘর আলো করে জন্মে ছিলেন তিনি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের রনাঙ্গনে যুদ্ধ করেছেন জীবন বাজি রেখে। শুধু তাই নয় তিনি ছিলেন একজন সফল মিডিয়া ব্যাক্তিত্ব।অসাধারন প্রতিভা এবং বহু গুনে গুনান্মিত এই মানুষটি ছিল বলিষ্ট নেতৃত্ব এবং অত্যন্ত সুকৌশল মেধার অধিকারী। তার অমর সৃষ্টিতে রয়েছে শতাধিক বাংলা সিনেমো। গুনী এই ব্যক্তির প্রযোজিত জনপ্রিয় বাংলা ছায়াছবি বেদের মেয়ে জোসনা প্রশংসিত হয়েছে বিশ্ব ব্যাপী।
Please follow and like us: