বন্দরের শিক্ষার্থীদের মধ্য থেকেই রাষ্ট্রনায়ক কিংবা প্রধাণমন্ত্রী দেখতে চাই ——–বীরমুক্তিযোদ্ধা এম এ রশীদ
বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ রশীদ শিক্ষকদের উদ্দেশ্য করে বলেছেন,শিশুদেরকে সুচারুরূপে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের। দেশকে যদি এগিয়ে নিতে,কিংবা সোনার বাংলা হিসেবে গড়তে শক্ত হাতে শিশুদের দায়িত্ব নিতে হবে। বন্দরের শিশুদের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। বন্দরের শিশুরা মেধা সম্পন্ন বলেই জাতির পিতার নাম আর প্রধাণমন্ত্রী’র সহসাই বলতে পারে। এতেই বুঝা যায় এই শিশুরাই আগামীতে দেশের হাল ধরতে পারবে। বন্দরের এই কোমলমতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামীতে রাষ্ট্রনায়ক কিংবা প্রধাণমন্ত্রী দেখতে চাই। মঙ্গলবার সকাল ১১টায় বন্দর উপজেলা মিলনায়তনে নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস ও বন্দর উপজেলা প্রশাসন কর্তৃক শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক আয়োজিত শিশুমেলা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধাণ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম এ রশীদ আরো বলেন,দেশরত্ন প্রধাণমন্ত্রী শেখ হাসিনা শিশুদেরকে অনেক ভালবাসেন। শিশুরা যাতে নিজের চেষ্টায় বড় হতে পারে সেই লক্ষ্য নিয়েই তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিশুদের পরিচর্যার মাধ্যমেই দেশকে স্বনির্ভর এবং উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করতেই সক্রিয় প্রধাণমন্ত্রী। বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকারের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান। বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি’র সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা,নারায়ণগঞ্জ জেলা শিশু একাডেমি’র কর্মকর্তা মনোয়ারা সুরুজ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাসলিমা সুলতানা ও মানবকল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূইয়া।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শাহজাহান মোল্লা,বন্দর উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মাহাবুব চৌধূরী,দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক আনোয়ারুল হক,মিডিয়া ভিশন কালচারাল একাডেমি’র পরিচালক সোনিয়া আহমেদ প্রমুখ। পরিশেষে মিডিয়া ভিশনের তত্ত¡াবধানে দেশ খ্যাতিমান শিশু শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সংগীতপরিবেশিত হয়।