ভবানীপুর হইতে তলুইগাছা চৌরঙ্গী পর্যন্ত রাস্তার উদ্বোধন
সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের ভবানীপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় হইতে তলুইগাছা চৌরঙ্গী বাজার পর্যন্ত সর্বমোট এগারোশো মিটার ইট হেরিং এর রাস্তা ২০শে জানুয়ারি সোমবার সকল ১১.৩০ মিনিটে উদ্বোধন করেন প্রকল্প বাস্তবাায়ন অফিসার ইয়ারুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার আব্দুল বাছেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল খালেক, ৮ নম্বর ভবানীপুর ওয়ার্ড আওয়ালীগের সভাপতি বাকের আলী, ইউপি সদস্য মহাসীন আলী, আব্দুল কাদের এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তৌহিদুর রহমান। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে উপস্থিত অতিথিবৃন্দ বলেন ভবানীপুর স্কুল হইতে তলুইগাছা চৌরঙ্গী বাজার পর্যন্ত রাস্তায় ৬০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন ৬০ লক্ষ টাকার বরাদ্দ এইচ,বি,বি করণ হবে। রাস্তাটি করার জন্য অর্থ বরাদ্ধ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা গণতন্ত্রের মানস কন্যা দেশ নেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের জন্য আজ বাংলাদশে সড়ক সহ বিভিন্ন দপ্তরে উন্নয়নের জোয়ার বইছে।