সাতক্ষীরায় আশ্বাস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় মানব পাচার থেকে উদ্ধার প্রাপ্ত নারী-পুরুষদের জন্য “আশ্বাস“ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসডিসির অর্থায়নে ও বেসরকারি সংস্থা অগ্রগতি,সিডবিøউসিএস এবং (মটস)কারিতাসের বাস্তবায়নে রোববার বিকাল ৩টায় জেলা প্রশাসকের কনফারেন্স রুমে উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম এম মাহমুদুর রহমান, সিভিল সার্জন ডা: মো: হুসাইন শাফায়াত,সহকারী কমিশনার (প্রবাসী কল্যাণ) উম্মে মুসলিমা, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, অগ্রগতি সংস্থার পিসি অসিত ব্যানার্জী, সিডবিøউসিএস এর পিসি আরিফুর রহমান খান, মটস এর টেকনিক্যাল অফিসার তপন অধিকারী, শেখ মনিরুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, শ্রম অভিবাসন প্রক্রিয়ায় বেশ কিছু সমস্যার কারণে একটি উল্লেখযোগ্য সংখ্যা নারী-পুরুষ ও শিশুদেরকে শোষণের দিকে ঠেলে দিচ্ছে। যা কখনো কখনো মানব পাচারের মত ঘটনার জন্ম দেয়। মানব পাচার থেকে উদ্ধার প্রাপ্ত বেশিরভাগ মানুষই মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়। তাই সকলকে মানব পাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
সভায় জেলার বিভিন্ন অফিসের সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।