কালিগঞ্জ থানা এলাকার জনগনকে শান্তি ও স্বস্তিতে রাখতে আমি কাজ করে যাচ্ছি -দেলোয়ার হুসেন
সাতক্ষীরার কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর নির্দেশনা মোতাবেক এবং কালিগঞ্জ সার্কেলের অতিঃ পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম জামি’র পরামর্শে থানায় যোগদানের পর হতে বিভিন্ন অভিযান চালিয়ে সফল হচ্ছেন।
অনেক বড় বড় গুরুত্বপূর্ণ অভাযানে সফলও হয়েছেন। যেমন কালিগঞ্জের কাটাখালী এলাকা থেকে বিকাশ এজেন্টের ২৬ লক্ষ টাকা ছিনতাই মামলার আসামীদের আটক, দঃ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের স্ত্রী হন্তারক শহিদুলকে আটক করে প্রতিবেশীর বাথরুমের সেপটি ট্যাংকি থেকে মারুফার লাশ উদ্ধার ও গুরুত্বপুর্ণ অভিযানসহ আইন শৃংখলা স্বাভাবিক পরিবেশে রেখে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি ইতিমধ্যে বিষ্ণুপুর, তারালী, চাম্পাফুল, কৃষ্ণনগর, কুশুলিয়াসহ বিভিন্ন ইউনিয়নে সন্ত্রাস, জঙ্গীবাদ, চাঁদাবাজ ও মাদক বিরোধী সমাবেশে ঘোষনা দেন মাদক ব্যবসায়ীরা সেচ্ছায় আত্মসমার্পণ করলে তাদের কোন হয়রানী করা হবে না, তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহযোগীতা করা হবে। মাদকের সাথে জড়িত কাওকে ছাড় দেওয়া হবেনা, সন্ত্রাস, জঙ্গীবাদকে না বলি এবং সুন্দর শান্ত পরিবেশ গড়ে তুলি। আমি থানা এলাকা থেকে সকল অপরাধিকে আটকপূর্বক আইন আদালতে সোপর্দ করতে স্বচেষ্ট।
আমি নিজে কোনটি অনিয়ম দুর্ণীতি করিনা, কাওকে অনিয়ম দুর্ণীতি করতেও দেবো না। আমি কালিগঞ্জ থানায় যোগদান করে ইতিমধ্যে চার মাস অতিবাহিত করেছি। চেষ্টা করছি এলকার সাধারণ মানুষকে শান্তিতে রাখতে, স্বস্তিতে রাখতে। আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সচেতন করার চেষ্টা করেছি যে, বাল্য বিবাহ ও মাদকের কুফল, ইভটিজিং এর পরিনতি কি, সন্ত্রাসীদের কোন ছাড় নেই, লেখাপড়ার প্রতি আরও বেশি বেশি যতœবান হতে হবে। জনচেতনতায় আমার সকল কাজের মধ্যে এ প্রচারণা অব্যাহত থাকবে। শনিবার (১৮ জানুয়ারী) সকালে এ প্রতিনিধির সাথে একান্তে আলাপকালে থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন এসব কথা বলেন। তিনি জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষকমন্ডলী, সাংবাদিক ও সচেতন ব্যাক্তিবর্গের সার্বিক সহযোগীতা কামনা করেন।