রাস্তায় সিগারেট টানলেই দিতে হবে বড় অঙ্কের জরিমানা
‘ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ প্রতিটি সিগারেট প্যাকেটের গায়েই এই রকম কোন না কোন বাক্য লেখাই থাকে। কিন্তু কে শুনে কোর কথা? দেদারসেই যেখানে সেখানে করছে ধুমপান। আর এ অভ্যাস পরিবর্তনের জন্যই নতুন নিয়ম করেছে অস্ট্রেলিয়ার সরকার। তবে নতুন এই নিয়মটি বেশি প্রয়োগ করা হবে গাড়ির চালক এবং যাত্রীদের জন্য।
অস্ট্রেলিয়ার রাস্তায় গাড়ি চালানোর সময় সিগারেট জানালা দিয়ে বের করে ১১ হাজার ডলার জরিমানার বিধান করেছে দেশটির নিউ সাউথ ওয়েলস সরকার। চালক থেকে শুরু করে যাত্রীদের কেউ এভাবে জ্বলন্ত সিগারেট বাইরে বের করে রাখলে জরিমানা গুনতে হবে।
আজ শুক্রবার থেকে সেই আইন চালু হওয়ার কথা। সেই আইনে গাড়ি চালকদের সর্বনিম্ন জরিমানা পাঁচ ডি-মেরিট পয়েন্ট যোগ হতে পারে। অবশ্য পরিস্থিতি বিবেচনা করে ডি-মেরিট দ্বিগুণও হতে পারে। আর সর্বোচ্চ ১১ হাজার ডলার পর্যন্ত জরিমানা করার আইন রয়েছে। এমনকি তাৎক্ষণিকভাবে লাইসেন্স বাতিলও করা হতে পারে।
সূএ-ডেইলি বাংলাদেশ