মুজিববর্ষ উপলক্ষে ডুমুরিয়ায় ক্ষতিগ্রস্থ কৃষকদের পূণর্বাসন
ডুমুরিয়ায় মুজিববর্ষ উপলক্ষে উপজেলার ১৪টি ইউনিয়নের ৭শ’ ২০ জন কৃষকে ১২লক্ষ ১৭ হাজার ৪শ’ টাকার সার, বীজ ও বিকাশের মাধ্যমে ৩ লক্ষ ৬০ হাজার টাকা কৃষকদের মধ্যে অনুদান প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে সাবেক মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এম পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার-বীজ বিতরণ করেন।
এসময় তিনি তার বক্তব্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ার জন্য কৃষকদের ভর্তুকি ওপূনর্বাসনে,সার, বীজ , কৃষি উপকরণ বিতরণ করেন।
কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কৃষকদের উদ্দেশ্য করে বলেন, কৃষকরা আমাদের খাবার উৎপাদন করে মানুষের মুখে খাবার তুলে দেয় । কৃষক ফসল উৎপাদন করে দেয়। সে কারনে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ মোঃ শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, আওয়ামী লীগের সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক আসফর হোসেন জোয়াদ্দার, উপসহকারী মোঃ মোখলেছুর রহমান মনা, তুষার কান্তি বিশ্বাস, মোঃ জাহাগীর হোসেন, আব্দুস সামাদ, আশুতোষ দাশ, ইকবাল হোসেন, রবিউল বিশ্বাস, সন্ধ্যা রানী, বর্ণালী, নিখিল বিশ্বাস , রনজিৎ বালা প্রমুখ।
অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা করেন, ডুমুরিয়া উপজেলা এস ও পি পি ও সন্জয় দেবনাথ ।
Please follow and like us: