মাদক, ইভ টিজিং ও বাল্যবিবাহ বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করালেন শ্যামনগরের এসিল্যান্ড
মাদক, ইভ টিজিং ও বাল্যবিবাহ রোধে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শপথ নিয়েছে। সোমবার বেলা ১১টায় তারা ওই শপথ নেয়। শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান।
শপথবাক্য পাঠকালে তিনি শিক্ষার্থীদের বলেন, বাল্যবিবাহে মেয়ে এবং ছেলে উভয়ের উপরই প্রভাব পড়ে। তবে মেয়েরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। বাল্যবিবাহ হলে সাথে সাথে আমাকে জানাবে। তিনি আরো বলেন নামজারির জন্য ফি মাত্র ১১৫০ টাকা। এগুলো তোমাদের পিতা-মাতা সহ সবাইকে জানাবে ।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা আইনুল হক, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়ল, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও এলাকার সুধীজন।
Please follow and like us: