কাকবাসিয়া স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব হস্তান্তর
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন ৩১ ডিসেম্বর অবসর গ্রহণ করেন। তদস্থলে সহকারী প্রধান শিক্ষক পারভিন সুলতানাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব অর্পণ করা হয়েছে। অবঃ প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের হাতে ক্ষমতা হস্তান্তর করে দায়িত্ব বুঝে দেন। এসময় স্কুলের সকল শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। বিদ্যালয়টি উপজেলার মধ্যে একটি অন্যতম ভাল বিদ্যালয় হিসাবে পরিচিত। বিগত এসএসসি পরীক্ষায় ৯২ জন অংশ নিয়ে ৯১ জন কৃতকার্য হয়েছে। যার মধ্যে এ+ পেয়েছে ৬ জন, ২ জন ট্যালেন্টপুলে উত্তীর্ণ হয়েছে। সম্প্রতি ঘোষিত জেএসসির ফলাফলে দেখাগেছে, ১২১ জন পরীক্ষায় অংশ নিয়ে ১২০ জন কৃতকার্য হয়েছে। যার মধ্যে এ+৩, এ ২৯, এ- ১১ জন। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালযটিতে বর্তমান শিক্ষার্থী সংখ্যা ৬ষ্ঠ শ্রেণিতে ৯৬+, ৭ম শ্রেণিতে ১২১, ৮ম শ্রেণিতে ৯৬, ৯ম শ্রেণিতে ১২১, ১০ম শ্রেণিতে ৭২ জন। এসএসসি পরীক্ষার্থী ১১৪ জন।