বিটিএফ মেডিকেল ইন্সটিটিউটের নবীন বরণ ও সনদপত্র বিতরণ
বিটিএফ মেডিকেল ইন্সটিটিউটের নবীন বরণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাতক্ষীরার কদমতলাস্থ বিটিএফ মেডিকেল ইন্সটিটিউটের মিলনায়তনে অনুষ্ঠিত নবীন বরণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি।
বিটিএফ মেডিকেল ইন্সটিটিউটের পরিচালক ও বাংলাদেশ টেকনোলোজি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ¦ এম এ হান্নান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রাণি সম্পদ হাসপাতালের কর্মকর্তা আলহাজ¦ ডা. আফসার উদ্দীন, বাংলাদেশ টেকনোলোজি ফাউন্ডেশনের কেশবপুর অফিসের আঞ্চলিক পরিচালক এম এ আজিজ, সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স খাদিজা পারভীন, সাতক্ষীরা সিবি হাসপাতালের ডা. শামীমা সুলতানা, বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের প্রশিক্ষক ডা. আব্দুস সামাদ প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি বলেন, মানুষের সেবায় কাজ করতে হবে। মানুষের সাথে সবচেয়ে নিবিড় সম্পর্ক হলো চিকিৎসকদের। তিনি আরো বলেন, আপনারা সর্বোচ্চ পেশাদারী বজায় রাখতে হবে। কোন রোগী যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেন, কোন কোম্পানীর মানুষের দ্বারা প্রভাবিত হওয়া যাবে না। অনুষ্ঠানে ৩ বছরের কোর্সের সনদপত্র প্রদান করা হয়।