ডুমুরিয়ায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
১০ জানুয়ারি, ১৯৭২ সাল স্বদেশ প্রত্যাবর্তনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন,আমি আজ বাংলার মানুষ কে দেখলাম,বাংলার মাটি কে দেখলাম,বাংলার আকাশ কে দেখলাম বাংলার আবহাওয়া কে অনুভব করলাম। বাংলাকে আমি সালাম জানাই আমার সোনার বাংলা তোমায় আমি বড় ভালোবাসি। বোধয় তার জন্যই আমাকে ডেকে নিয়ে এসেছে।
ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ বেগমের সভাপতিত্বে দুপুর ২টা৪৫ মিনিটে ডুমুরিয়া স্মৃতিসৌধে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ (এম পি)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন পারভীন রুমা, সহকারী কমিশনার (ভূমি)/ সঞ্জীব দাশ, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোসাদ্দেক হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফিরোজ আহমেদ, সমবায় অফিসার এফ এম সেলিম আখতার,সমাজ সেবা অফিসার সুব্রত বিশ্বাস, দারিদ্র্য বিমোচন অফিসার প্রতাপ চন্দ্র দাস,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, পরিসংখ্যান অফিসার বিমল কৃষ্ণ সরকার, উপজেলা নির্বাচন অফিসার শেখ জাহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদার,ওসি আমিনুল ইসলাম বিপ্লব, ওসি অপারেশন আকরাম হোসেন, তদন্ত রফিকুল ইসলাম, ইন্জিনিয়ার রাসেল আহম্মেদ, ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার যুগল বিশ্বাস, শিক্ষক আয়ুব হোসাইন প্রমুখ।